ইতালির শ্রমিক চাহিদা পূরণের জন্য তিন বছরমেয়াদি বিদেশি শ্রমিক নিয়োগের কোটা প্রকাশ করেছে দেশটির মন্ত্রিপরিষদ। ৭ জুলাই প্রকাশিত ২০২৩-২০২৫ সালের জন্য ইতালিতে বৈধ প্রবেশের সময় ও ক্ষেত্রসমূহ অনুমোদন করেছে। এক বিবৃতিতে মন্ত্রিসভা জানিয়েছে, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য সরকার ৪ লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা ঘোষণা করেছে।
এর মধ্যে ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার জন শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি। পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা (ডমিস্টিক) এবং সামাজিক-স্বাস্থ্যসেবা কর্মীর (ডাক্তার, নার্স) জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে।
এ ছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে শ্রমিক যোগ করা হয়েছে।
মৌসুমি কাজের জন্য, কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত-বাংলাদেশসহ ৩৩টি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে। এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে।
ইতালির প্রধানমন্ত্রী ২০২২ সালে একটি পরিপূরক ডিক্রি অনুমোদন করেছে। যেই ডিক্রিটি ২০২২ সালের জন্য ইতালিতে বিদেশি শ্রমিকের চাকরি, প্রবেশ ও পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে মোট কোটা প্রায় ৮৩ হাজারের সঙ্গে আরও ৪০ হাজার কোটা বৃদ্ধির অনুমোদন দিয়েছে ইতালি।
২৬ জুলাই ২০২৩
এজি
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur