Home / সারাদেশ / ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের অন্তঃসত্ত্বা সহকারী পরিচালকের মৃত্যু
ডেঙ্গুতে

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের অন্তঃসত্ত্বা সহকারী পরিচালকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কান্তা বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ জুলাই) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আড়াই বছরের একটি কন্যাশিশু রয়েছে। ২০১৯ সালে কান্তা বিশ্বাস সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

মৃত্যুর আগে কান্তা বিশ্বাস বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

কান্তা বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।

অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল কান্তা বিশ্বাসের আত্মার সদগতি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর আগে সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা (ডব্লিওটিও উইং) মারা গেছেন। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনিও আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

টাইমস ডেস্ক/ ২৫ জুলাই ২০২৩