ফরিদগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের অন্তর্গত ‘পূর্ব সাফুয়া ঐক্যবদ্ধ সামাজিক স্পোর্টিং ক্লাব’র কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উৎসবমুখর পরিবেশে সাফুয়া গ্রামে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, সাইবার বুলিং, কিশোর অপরবাধসহ সামাজিক নানা ব্যাধি দূর করার প্রত্যয় ও ক্রীড়াঙ্গনে অবদান, অসহায়দের পাশে দাঁড়ানোসহ প্রতিশ্রুতি দিয়ে সংঠনটির সার্বিক উন্নয়নের লক্ষে শুভাকাঙ্খীদের আহ্বান জানিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাঝহারুল ইসলাম মিরন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্বাস উদ্দিন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান পাটওয়ারীসহ সচেতন মানুষজন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় সর্ব সম্মতিক্রমে আলোচনা সভায় পৌরসভার সাবেক প্যানেল মেয়র সমাজসেবক মো. খলিলুর রহমান-কে সভাপতি ও উদীয়মান সমাজসেবক মো. রাকিবুল ইসলাম খালেক-কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটি সৃজন করা হবে বলে জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur