কিছুদিন ধরে দেশে বৃষ্টির পরিমাণ ক্রমে কমছে, আর বাড়ছে তাপমাত্রা। গতকাল মঙ্গলবার দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি আরো কমতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রাও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
১৯ জুলাই ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur