চাঁদপুরে অ্যাম্বুলেন্স এর প্রাইভেট কারের আয়কর বিআরটিএ কর্তৃক (AIT) নেওয়া বাতিল সহ বিভিন্ন দাবী নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি চাঁদপুর জেলা শাখা।
১৭ জুলাই সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে অ্যাম্বুলেন্স মালিক শ্রমিকের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন,২৫ জুলাই থেকে অ্যাম্বুলেন্স এর প্রাইভেট কারের আয়কর বিআরটিএ কর্তৃক (AIT) নেওয়া বাতিল করতে হবে,এ্যাম্বুলেন্স এর জাতীয় নীতিমালা প্রনয়ন করতে হবে,
অ্যাম্বুলেন্সের টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে,হাসপাতাল সমূহে পার্কিং সুবিধা দিতে হবে,রোগী থাকা অবস্থায় দ্রুত ডিপো থেকে গ্যাস দিতে হবে ও সড়কে ট্রাফিক বিভাগের হয়রানীমুক্ত করতে হবে।
এ দাবীসমূহ না মানলে বেসরকারি মালিক চালকদের অ্যাম্বুলেন্স অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন,চাঁদপুর অ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতির সভাপতি এম এ সাত্তার সিদ্দিকি, সহ সভাপতি মাজহারুল আলম,উপদেষ্টা মাসুদ হোসেন, সুমন চৌধুরী,সদস্য আব্দুল হামিদ খান,শাহালম পাটওয়ারী, সাইফুল ইসলাম,নজরুল ইসলাম,মোঃ মিন্টু কাজী, মোঃ দেলোয়ার পাটওয়ারী, মাহবুব, জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, সারাদেশে এক যোগে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি উল্লেখিত দাবি সমূহ আদায়ে মানববন্ধন করেছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৭ জুলাই ২০২৩