চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৩১ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
অনেকগুলো চ্যানেলের প্রতিযোগীতায় আলবেনিয়ার একটি টিভি চ্যানেল এক অভিনব কীর্তি শুরু করেছে। তারা চ্যানেলের খবর পাঠিকাদের বুক অনেকাংশেই উন্মুক্ত করেছে। ফলে দর্শকদের চোখ চড়ক গাছ। তবে এতে খুব তাড়াতড়ি খ্যাতির শীর্ষে চলে আসে চ্যানেলটি। আর এটিই চাইছিলো চ্যানেল কর্তৃপক্ষ। আর জনপ্রিয়তার জোয়ারে ভাসতে পেরে সেই নারী সংবাদপাঠকও খুব খুশি।
এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ইউটিউব ফুটেজে দেখা গেছে, খবর পড়ার সময় পাঠিকার খোলামেলা পোশাক সহজেই সবার নজর কাড়ে। মূলত খবর পাঠিকাদের মধ্যে প্রতিযোগীতায় এগিয়ে থাকতেই সংবাদ পাঠিকা এই অভিনব পদ্ধতি গ্রহণ করে।
বছর একুশের ওই নারী সংবাদপাঠক এনকি ব্রাকা জানিয়েছেন, “টেলিভিশনে ঢুকতে গেলে তীব্র প্রতিযোগিতাই শুধু নয়, চ্যানেলগুলির মধ্যেও রেষারেষি তুঙ্গে। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল প্রয়োগ করেছি মাত্র। সেই সঙ্গে আমার সংস্থাকে প্রতিযোগিতায় প্রথম সারিতে নিয়ে যাওয়ার তাগিদও ছিল।”
এদিকে, স্ক্রিন টেস্টেই চমক শেষ হয়নি। নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বুলেটিনের দায়িত্বে থাকা ওই সংবাদপাঠিকা প্রতিদিনই শরীর উন্মোচনে সাবলিল হচ্ছেন। আর হু হু করে বাড়ছে জ়্যর টিভি’র টিআরপি। শুধুমাত্র আলবেনিয়াই নয়, অন্যান্য বলকান রাষ্ট্রগুলিতেও জনপ্রিয়তা বাড়ছে ওই চ্যানেলে প্রচারিত বুলেটিনের।
শরীর দেখানো নিয়ে কোনও দ্বিধা যে নেই- তা স্পষ্ট করতে এনকি জানিয়েছেন, টিভি চ্যানেলের চাকরির উমেদারি করতে যাওয়ার আগে বাবা-মায়ের অনুমতি নিয়েছিলেন। তাঁদের সম্মতি পেয়েই পোশাকের বন্ধন ছিন্ন করার সিদ্ধান্ত নেন তিনি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur