
বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, চাঁদপুরের ছাত্র রাজনীতির অগ্রপথিক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল শারীরিক অসুস্থতার কারণে ভারতের চেন্নাইয়ের গঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়েছেন। সেখানকার ডাক্তাররা তাকে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখছেন।
চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল গত ২৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্যে ভারত গমন করেছেন। যাবার আগে একাধিকবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে এখানকার ডাক্তারা তাকে ভারতে চিকিৎসার জন্যে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
অসুস্থতার জন্যে তিনি যাবার সময় সবার সাথে যোগাযোগ করে বলে যেতে পারেননি। তাই তিনি সবার কাছে তার অসুস্থতার জন্যে দোয়া প্রার্থী।
আল্লাহতায়ালা যেনো তাঁকে সহিসালামতে সুস্থভাবে দেশে ফিরেয়ে আনেন তার জন্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ভারতের চেন্নাইয়ের গঙ্গা হাসপাতাল থেকে মুঠোফোনে তিনি এ প্রতিবেদককে এই তথ্য প্রদান করেছেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur