Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু 
সরকারি

চাঁদপুর সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সুরিয়া বেগম (৬৫) নামের থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১২ জুলাই বুধবার রাতে হাসপাতালের ৪র্থ তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

মৃত্যুবরণকারী বৃদ্ধা সুরিয়া বেগম চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদি এলাকার হাফেজ ঢালীর স্ত্রী। 

তার স্বজনরা জানান,গত চার বছর পূর্বে সুরিয়া বেগমের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। তারপর থেকে তারা প্রতিমাসে এবং দুই তিন মাস পর পর তার শরীরে নিয়মিত ও পজেটিভ গ্রুপের রক্ত দিয়ে আসছেন। 

বুধবার বেলা ১২ টার দিকে তিনি রক্তশূন্যতা জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তার ছেলে সন্তানেরা চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

পরে সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুরিয়া বেগমকে শারীরিক বিভিন্ন পরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের ডিউটিরত চিকিৎসক সোহেল রানা। 

প্রতিবেদক: কবির হোসেন মিজি,১২ জুলাই ২০২৩