বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
৭ জুলাই শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নারীর অধিকার ও মানবাধিকারের উপর বিশ্বাস রেখে বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। নারী পুরুষ যেন সকল ক্ষেত্রে সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে আজ নারীর ক্ষমতায়নে আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন।
জেলা যুব মহিলা লীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।
এর আগে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আলহাজ্ব ড. দীপু মনি এমপি। পরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান শেষে ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এসময় আওয়ামী লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম,৭ জুলাই ২০২৩