সাংবাদিক রুহিত উল ইসলাম প্রিন্স কামালের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২০১৭ সালের ১ জুলাই ৪০ বছর বয়সে তিনি ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মিষ্টভাষী সাংবাদিক রুহিত উল ইসলাম প্রিন্স এর মৃত্যুর খবরে ওই দিন উপজেলা জুড়ে রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ গণমাধ্যমকর্মীদের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছিলো।
তিনি ফরিদগঞ্জ কিন্ডাগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও তৎকালিন প্রেসক্লাব ফরিদগঞ্জের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করে আসছিলেন। সাংবাদিক প্রিন্স কামাল শিক্ষাকতা, সাংবাদিকতার পাশাপাশি মঞ্চ নাটক সহ সমাজ সেবায় স্বনামের অবদান রেখেছিলেন।
সাংবাদিক প্রিন্স কামালের স্মৃতি স্মৃতিচারণ করতে গিয়ে কর্মরত সাংবাদিকরা মহান আল্লাহর দরবারে প্রিন্স কামালের আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur