বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিএমডির বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীদমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণসহ সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে। ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায়।
পূর্বাভাসে আরো বলা হয়, দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
২৭ জুন ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur