Home / চাঁদপুর / চাঁদপুরে আত্মীয়কে বিকাশে পাঠাতে গিয়ে টাকা গেল ভুল নাম্বারে, টাকা উদ্ধার করলো পুলিশ
বিকাশে

চাঁদপুরে আত্মীয়কে বিকাশে পাঠাতে গিয়ে টাকা গেল ভুল নাম্বারে, টাকা উদ্ধার করলো পুলিশ

নিকট আত্মীয়ের ব্যবহ মোবাইল নাম্বারে টাকা পাঠাতে গিয়ে ভুল বশত ২০ হাজার ৯শ ১০ টাকা সেন্ড মানি হয়ে চলে যায় উম্মে রাফিয়া নামের এক নারীর। ভুলকৃত উক্ত মোবাইল নাম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ না করতে পেরে গত ১৮ জুন চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন রাফিয়া। যার নং-১১৭৩। জিডিপ্রাপ্তের পর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে টাকাগুলো উদ্ধার করেন চাঁদপুর সদর মডেল থানা এসআই মোঃ শাহরিন হোসেন।

রোববার রাতে চাঁদপুর সদর মডেল থানায় ভুল বশত ২০ হাজার ৯শ ১০ টাকা সেন্ড মানি করা টাকাগুলো উম্মে রাফিয়ার হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত।

এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম, ওসি (ইন্টেলিজেন্স) শামছুল আলম ও এসআই মোঃ শাহরিন হোসেন উপস্থিত ছিলেন। টাকাগুলো পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উম্মে রাফিয়া। তিনি পৌর ১৫ নং ওয়ার্ডের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দা।

এস আই মোঃ শাহরিন হোসেন জানান, ভুল নাম্বারে টাকাগুলো পেয়ে ওই ব্যক্তি তার ব্যবহ্নত মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে টাকাগুলো উদ্ধার করে আনা হয়।

প্রতিবেদক: মাজহারল ইসলাম অনিক, ২৬ জুন ২০২৩