চাঁদপুরের কচুয়ায় গৃহে সিধঁ কেটে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার উপজেলার নোয়াদা গ্রামে প্রবাসী মাসুম মিয়ার গৃহে এ ঘটনা ঘটে । এতে অজ্ঞাত চোরের দল গৃহে আলমারিতে থাকা নগদ ২০ হাজার,স্বর্নালঙ্কার ও দুটি মোবাইল নিয়ে যায়। এতে ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ তানিয়া আক্তার দাবি করেন। এ ঘটনায় সোমবার তানিয়া আক্তার বাদী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাতে সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। সোমবার ভোরে মায়ানুর বেগম ফজরের নামাজের জন্য উঠলে সিধর্ঁ কাটা চুরির দৃশ্য দেখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে তানিয়া আক্তারের ঘুম ভেঙ্গে যায়। ওই গৃহে অজ্ঞাত চোরের দল আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা,১ ভরি স্বর্ণের চেইন,১ ভরি ওজনের কানের দুল,রূপা ও দুটি মোবাইল সেট নিয়ে যায়। এতে প্রায় ৩লক্ষাধিক ক্ষতিসাধন হয়েছে বলেও জানান তানিয়া আক্তার। অজ্ঞাত চোরদের সনাক্ত করে আইনের মাধ্যমে শাস্তির দাবি জানান ভূক্তভোগী পরিবার।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur