চাঁদপুরের কচুয়া উপজেলার হরিপুর গ্রামের দর্জি বাড়িতে জাহিদুল ইসলাম স্বপন দর্জির গোয়ালঘর থাকা ৪টি উন্নত মানের শাহীওয়াল গরু চুরি হয়েছে। বুধবার রাতে অজ্ঞাত চোরের দল গোয়ালঘরের তালা কৌশলে ভেঙ্গে পিকআপে করে ৪টি গরু চুরি করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
সরেজমিনে গরু খামারের মালিক লিটন দর্জি ও শ্রমিক আব্বাস মিয়া জানান, পবিত্র ঈদুল আযহাকে ঘিরে স্বপন দর্জি ৪টি লাল ও কালো রঙ্গের উন্নত জাতের শাহীওয়াল গরু পালন করে আসছিলো। কিন্তু বুধবার রাতে একদল সংঘবদ্ধ চোর ওই গরু গুলো চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। এদিকে চুরি হওয়া গরু গুলো উদ্ধারের জন্য হন্য হয়ে চারদিকে খোঁজাখুজি করছে ক্ষতিগ্রস্থ পরিবার।
কোনো সুহৃদয়বান ব্যক্তি গরু গুলোর সন্ধান পেলে ০১৮৮৭৪৫৮২০০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur