মুসলমানদের পবিত্র নগরী মক্কায় অবস্থিত পবিত্র কা’বা শরীফের ঠিক ওপরে আজ পূর্ণ পূর্ণিমার চাঁদ দেখা যাবে। কা’বা শরীফের ওপর দূর্লভ এ পূর্ণিমার দৃশ্য সেখানে প্রতি বছরে মাত্র একবারই দেখা যায়। এ দূর্লভ অপরুপ সৌন্দর্য কা’বা শরীফে গ্র্যান্ড মসজিদে আজ নামাজ আদায়কারী মুসল্লীরা উপভোগ করতে পারবেন।
সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিটে মক্কার আকাশে এ চাঁদ প্রথম দেখা যাবে। এটি টানা স্থান পরিবর্তন করে রাত ১১টা ৩২ মিনিটে মক্কা শরীফের ঠিক ওপরে খাড়াখাড়িভাবে অবস্থান করবে।
‘জেদ্দা অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন’ এর প্রধান মাজিদ আবু জাহিরা জানান, কা’বা শরীফের ওপর খাড়াখাড়ি অবস্থানকালে চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার ১১৫ কিলোমিটার দূরে অবস্থান করবে। এ সময়ে চাঁদ তার মোট আলোর প্রায় ৯৮ দশমিক ৬ শতাংশ আলোও প্রদান করবে।
সৌদি সংবাদপত্র আলাইওয়াম জানিয়েছে, এ পূর্ণিমার চাঁদটি বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোকে কা’বা শরীফের সঠিক অবস্থান চিহ্নিত করতে সাহায্য করবে। (খবর আমিরাত ২৪/৭)
বার্তা কক্ষ
২৪ ডিসেম্বর,২০১৮