চাঁদপুর শহরের পুরাণ বাজার মেরকাটিজ রোড এলাকা থেকে ইয়াবাসহ বাচ্চু মিজি (৪২), বিল্লাল হোসেন খান (২৮) ও শামীম মিজি (২৫) কে আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিন গত রাত সাড়ে ১২টার দিকে মডেল থানার পিএসআই অনুপ চক্রবর্তী অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ও সরঞ্জামাদীসহ বাচ্চু মিজির ঘর থেকে এদেরকে আটক করে।
আটক বাচ্চু মিজি মেরকাটিজ রোড মিজি বাড়ীর নুরু মিজির ছেলে, বিল্লাল হোসেন খান পাশ্ববর্তী বৌ-বাজার এলাকার হাসান আলী খানের ছেলে এবং শামীম মিজি পূর্ব জাফরাবাদ গ্রামের শহীদ মিজির ছেলে।
পুলিশ জানায়, বাচ্চু মিজি দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি ও সেবনের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে ইয়াবা সেবন অবস্থায় আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, আটক মাদকসেবীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
|| আপডেট: ০৩:১৬ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur