প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্ট ২০২৩ এ গণি মডেল উচ্চ বিদ্যালয় রানারর্স আপ হওয়ায় যে সকল ব্যক্তি,প্রতিষ্ঠান ও শুভাকাংখী অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষভাবে মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি এমপি‘র প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ছাড়াও চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার মো.মিলন মাহমুদ ও চাঁদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তা সত্যিই স্মরণযোগ্য। অপরদিকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্ট ২০২৩ এর সব কটি ম্যাচের সংবাদ চাঁদপুর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশ করায় সংশ্লিষ্ঠ সকলের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।
পত্রিকা সমূহের মধ্যে বিশেষ করে দৈনিক চাঁদপুর কণ্ঠ প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত খেলার খবর ও খেলোয়ারদের ছবি প্রকাশ ও প্রচারণার মাধ্যমে আমাদেরকে চলার পথে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক, শিক্ষকগণের দোয়া ও সমর্থন আমাদের বিজয়ের পথের পাথেয় হয়ে থাকবে । তাই আগামির পথ চলার পথে সকল পেশা ও শ্রণির মানুষের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত : সোমবার ১০ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সোমবারের ফাইনাল ম্যাচে অংশ নেয় দিনাজপুর ক্রিকেট একাডেমি উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়। নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ফাইনাল খেলায় টসে জয়লাভ করে দিনাজপুর ক্রিকেট একাডেমি চাঁদপুরের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করেন। দিনাজপুর ক্রিকেট একাডেমি ১৭৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। খেলার-মাঝপথে বৃষ্টি শুরু হলে ক্রিকেট খেলার নিয়ম অনুযায়ী দিনাজপুরকে ৪০ ওভারে ১৫৮ রানের টার্গেট দেয় ম্যাচ পরিচালনাকারী আম্পায়া। দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের খেলোয়াড়রা ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। টুর্নামেন্টে চাঁদপুর দলের সালমান ম্যাচ অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে টপি ও অন্যান্য পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনে : মো.আব্বাস উদ্দিন,প্রধান শিক্ষক।
আবদুল গনি
২১ জুন ২০২৩