চাঁদপুরের কচুয়ায় জোর পূর্বক যুবতীকে ধর্ষনের অভিযোগে সুমন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক কড়ইয়া গ্রামের মৃত. আবুল কালামের পুত্র ও বিশ^রোড এলাকার ব্যবসায়ী।
জানা গেছে, ভিকটিম ওই যুবতী কচুয়া পৌরসভাধীন মডেল মসজিদ সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে। রবিবার মধ্যরাতে ওই যুবতী কচুয়া সদর হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে বিশ্বমোড় এলাকায় আসলে দু’জন যুবক একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে।
স্থানীয়রা জানান, মামলার দ্বিতীয় আসামী একজন প্রভাবশালী হওয়ায় ওই আসামীকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল।
কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে। এছাড়া ভিকটিম ওই যুবতীকে মরিপোর্ট পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur