চাঁদপুরের কচুয়ায় গৃহে সিধঁ কেটে ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে উপজেলার পালাখাল গ্রামে ব্যবসায়ী রাসেলে হোসেনের গৃহে এ চুরির ঘটনা ঘটে। এতে গৃহের ভিতর থাকা ৪ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায় বলে ভূক্তভোগী পরিবার দাবি করেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান আজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভূক্তভোগী রাসেলের মা সাহিদা বেগম জানান, বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন নিয়ে গৃহে ২লক্ষ টাকা আলমারিতে রাখা হয়। রাতের আধারে একদল অজ্ঞাত চোরের দল গৃহে সিধঁ কেটে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। পূর্বেও কয়েকবার দোকান ও বাড়িতে চুরি হয়েছে বলেও জানান তারা।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ খবর নিয়েছি এবং এ ঘটনার সাথে জড়িতদের খুজেঁ বের করে আইনের আওতা আনার দাবি জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur