একটি খাসি উঠেছে মুন্সীগঞ্জের মুক্তারপুরের কোরবানির হাটে, যার দাম দেড় লাখ টাকা হাঁকছেন বিক্রেতারা।
বড় আকারের এই ছাগলটি দেখতে মঙ্গলবার মুক্তারপুর হাটে ভিড় জমে।
এটি এনেছেন সদর উপজেলার মিরকাদিমের আবদুল হাই নামে এক ব্যক্তি। মিরকাদিমের গরুর খ্যাতি দেশজোড়া।
আবদুল হাই সাংবাদিকদের বলেন, নিজের খামারে আড়াই বছর ধরে খাসিটি লালন-পালন করে বিক্রি করতে এনেছেন তিনি।
তিনি খাসিটির দাম ১ লাখ ৬০ হাজার টাকা চাইলেও মঙ্গলবার এত দামে কেউ কিনতে রাজি হয়নি। সর্বোচ্চ ৭৫ হাজার টাকা দর উঠলেও বিক্রি করেননি তিনি।
রাজধানীর কোরবানির হাটগুলোতে ছোট আকারের গরু ৪০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বড় জাতের গরুর দাম ২০ লাখ টাকাও হাঁকা হচ্ছে।
গাবতলীর হাটে উটও উঠেছে, প্রতিটির দাম চাওয়া হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকা।
|| আপডেট: ০৯:২২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫