Home / আন্তর্জাতিক / নারীদের জমির মালিকানায় আইনি বাধা দূর করুন : জাতিসঙ্ঘ প্রধান
uno

নারীদের জমির মালিকানায় আইনি বাধা দূর করুন : জাতিসঙ্ঘ প্রধান

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নারীদের জমির মালিকানায় আইনি বাধা দূর করতে এবং নীতিনির্ধারণে তাদের সম্পৃক্ত করার জন্য সব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

১৭ জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন,‘আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষায় তাদের ভূমিকা পালন করতে নারী ও মেয়েদের সমর্থন করুন। আসুন একসাথে ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় বন্ধ করি।’

জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, প্রাকৃতিক প্রক্রিয়ার তুলনায় ক্ষণস্থায়ী চাষাবাদ মাটিকে দ্রুত শতভাগ ক্ষয় করছে। ‘বেঁচে থাকার জন্য জমির ওপর আমরা নির্ভরশীল। তবুও আমরা এটিকে ময়লা হিসাবে বিবেচনা করি।’

তিনি আরো বলেছেন,‘ আমাদের গ্রহের ভূমি এখন ৪০ ভাগ পর্যন্ত অবক্ষয়িত, খাদ্য উৎপাদনকে বাধাগ্রস্ত করছে; জীববৈচিত্র্যের জন্য হুমকি এবং জলবায়ু সঙ্কটকে আরো জটিল করে তুলছে। সূত্র : ইউএনবি

১৭ জুন ২০২৩
এজি