কুমিল্লার দাউদকান্দিতে হুইল চেয়ারে চলাফেরা করা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
১৩ জুন মঙ্গলবার সকালে দাউদকান্দির টামটায় এ ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, টামটা গ্রামের এবিএম ওসমান গনি এবং আমির হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। সম্পর্কে তারা আপন মামাতো ফুপাতো ভাই।
উক্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আমির হোসেন (৬৫) বাড়ীর সামনে পাকা রাস্তার উপর গেলে তাকে একা পেয়ে প্রতিপক্ষ এবিএম ওসমান গনি আমির হোসেন কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে আমির হোসেনকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় পুলিশ এবিএম ওসমান গনিসহ তিনজনকে গ্রেপ্তার করে।
কুমিল্লা প্রতিনিধি,১৩ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur