চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর নতুন বাড়িতে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলেছে তামান্না নামে এক দশম শ্রেণীর ছাত্রী।
ঘটনাটি ঘটেছে রোববার বিকালে গন্ধর্ব্যপুর গ্রামে।
পুলিশ জানায়, গন্ধর্ব্যপুর নতুনবাড়ির নুর আলমের মেয়ে তামান্না আকতার প্রতিদিনের মত স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে। বিকালে সবার অজান্তে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমদ হিরা জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে লাশের পায়ের কাছে একটি চিরকুট পায়। সেখানে লেখা ছিল – আমার মুত্যুর জন্য বরুড়ার রাকিব দায়ী। তামান্না জগন্নাথপুর হাইস্কুলের দশম শ্রেনির ছাত্রী।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
স্টাফ করেসপন্ডেট,১২ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur