Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / তরপুরচন্ডীতে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন
ইসলামী

তরপুরচন্ডীতে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে তরপুরচন্ডী ৬৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নুরে আলম।

তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুছ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী আহসান হাবিবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সহ-সভাপতি মারুফ সর্দার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ।

স্টাফ রিপোর্টার, ৯ জুন ২০২৩