চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার গ্রামের অধিবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথ এর মেয়ে গীতিকা দেবনাথ অর্পা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। মেধাবী ছাত্রী গীতিকা দেবনাথ অর্পা ২০২০ সালে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ২০২২ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।
গীতিকা দেবনাথ অর্পার মা ববিতা দেবনাথ কচুয়া উপজেলার চাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এদিকে মেধাবী ছাত্রী গীতিকা দেবনাথ অর্পা তার এ সাফল্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা কামনা করে ভবিষ্যতে সুশিক্ষা গ্রহনের মাধ্যমে তার লালিত স্বপ্ন পূরনে সকলের আর্শীবাদ চেয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ৭ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur