বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া করেসপন্ডেন্ট। আপডেট: ০৪:২৫ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৭১৬ জনের মধ্যে ৮ দফায় দেশে ফিরেছেন ৫শ’ বাংলাদেশি।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ) দেশে ফিরছেন আরো ৯ বাংলাদেশি।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “বাংলাদেশ বিমানের বিজি ১৮৭ ফ্লাইটযোগে আজ বুধবার দেশে ফিরছেন ৯ বাংলাদেশি। বাকি রয়েছেন আরো ২শ জন। ভেরিফিকেশনের মাধ্যেমে তাদেরকে দেশে পাঠানো হবে বলে হাই কমিশন সূত্রে জানা গেছে।”
এ ৯ জনের মধ্যে রয়েছেন, এবাদ আলীর ছেলে মোহাম্মদ আজিম, গফুর সর্দারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, ঝিনাইদহের আব্দুর সাত্তারের ছেলে মোহাম্মদ মনোয়ার হোসেন ও মো: ইসলাম। কক্সবাজারের নুরুল আলমের ছেলে মোহাম্মদ সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গার মোহাম্মদ বজলির ছেলে মোহাম্মদ আলিম, সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী আমজাদ, নরসিংদীর মনু মিয়ার ছেলে মোহাম্মদ আপোস এবং একই জেলার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফারুক।
উল্লেখ্য ,অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চলতি বছরের ১১ মে লাংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur