বৃহত্তম কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, কর্মসংস্থান ব্যাংকের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, সাবেক জনপ্রিয় সংসদ সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল আউয়াল ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ জুন শনিবার কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৬১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা দেয়া হয়।
কার্যকরী কমিটির সভাপতি প্রয়াত এমপি খন্দকার আব্দুল আউয়ালের কন্যা অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল জব্বার বাহারকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় নব নির্বাচিত সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহারের পরিচালনা বক্তব্য রাখেন,ফাউন্ডেশনের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত,সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নুরে আলম,ইমাম হোসেন সোহাগ,ফাউন্ডেশনের সাবেক সভাপতি কাজী জহিরুল হক টগর,সাবেক সাধারন সম্পাদক জাফরুল হাসান খোকন,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিক,ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা সীমা প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খন্দকার আব্দুল আউয়াল এর ভক্ত,শোভাকাঙ্খী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৩ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur