কচুয়া উপজেলা ছাত্রদল নেতা ও তেগুরিয়া গ্রামের অধিবাসী গাজী মো. রশিদ (২৫) সড়ক দূর্ঘটনায় মারাত্বক হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মঙ্গলবার (৩০ মে) সাচারের শুয়ারুল পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে কচুয়ায় দলীয় প্রোগ্রামের অংশগ্রহনের উদ্দেশ্যে আসার পথে আকস্মিক ভাবে সাচার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি।
এ সময় তার পিছনের মেরুদন্ডে মারাত্মক আঘাত পেয়ে কিডনী ও লিভারে ব্যাপক রক্তক্ষরন হয়ে ক্ষতিসাধন হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সাচার রেনেসা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে কিছুটা আশঙ্কামুক্ত রয়েছে বলে
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান কামরুল নিশ্চিত করেছেন। এদিকে আহত ছাত্রদল নেতা গাজী মো. রশিদের দ্রুত সুস্থ্যতার জন্য তার পরিবার সকলের নিকট দোয়া চেয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur