চাঁদপুরের কচুয়া উপজেলার শাসনখোলা গ্রামে বিল্ডিংয়ের ছাদে ধান শুকাতে গিয়ে শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারিয়া আক্তার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মারিয়া আক্তার উপজেলার শাসনখোলা গ্রামের জিসান মিয়ার মেয়ে ও চৌমুহনী আলীম মাদ্রাসার ৯ম শ্রেনির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি সদস্য সবুজ ফরাজী জানান, একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মোশারফ হোসেনের বিল্ডিংয়ের ছাদে ধান শুকাতে যায়। এসময় বিল্ডিংয়ের উপরে থাকা বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে জড়িয়ে পড়লে এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur