চাঁদপুরের কচুয়ার সাচার বাজারের মেসার্স মাস্টার টেলিকমে মাসুদুর রহমানের দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
২৬ মে শুক্রবার ভোর রাতে মুখোশধারি ৫-৬জন চোর সদস্য কৌশলে তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ৪৫ হাজার টাকা, ৭৪টি স্মার্ট ফোন সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
মাস্টার টেলিকমে থাকা ও মদিনা প্লাজার ডায়মন্ড হসপিটালের সিসি ক্যামেরায় দেখা যায় আজ ভোর রাত সোয়া ৪টার দিকে অজ্ঞাত মুখোশধারী ৫-৬ জন চোর সদস্য তালা ভেঙ্গে কয়েক মিনিটের মধ্যে মালামাল চুরি করে পালিয়ে যায়।
মদিনা প্লাজার পরিচালক মোঃ নুরুল আমিন সরকার খোকন জানান, বিগত ২০ বছরও আমাদের মার্কেটে এ ধরনের ঘটনা হয়নি। এই প্রথম বারের মতো আমাদের মার্কেটে দুঃসাহসিক চুরির সংঘঠিত হয়েছে। আমি চুরির সাথে জড়িতদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
এদিকে খবর পেয়ে কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মাসুদুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur