আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ০৮:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
‘বজরঙ্গি ভাইজান’ এর মাধ্যমে যে সাংবাদিক নিজের অজান্তেই রাতারাতি বিখ্যাত হয়েছিলেন। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এ নওয়াজউদ্দিন সিদ্দিকি যার চরিত্রে অভিনয় করেছিলেন। পাকিস্তানের সেই বিখ্যাত সাংবাদিক চাঁদ নবাব করাচি রেল পুলিশে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন।
পাকিস্তানের ৯২ নিউজ চ্যানেলে কর্মরত সাংবাদিক চাঁদ মার খেলেন সেই রেল স্টেশনেই। রেলের টিকিট নিয়ে কেলেঙ্কারির খবর সংগ্রহ করতে গিয়েছিলেন চাঁদ ও তাঁর চ্যানেলের কর্মীরা। সেখানেই করাচি রেল পুলিশের হাতে আক্রান্ত হন চাঁদ ও তাঁর সহকর্মীরা।
ইউটিউবে এক রেল স্টেশনের ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে ভিডিও-র মাধ্যমেই চাঁদকে চিনেছিল দুনিয়া। তারপর বজরঙ্গি ভাইজান চাঁদকে বিখ্যাত করে তোলে। বজরঙ্গি ভাইজান-এও চাঁদ নবাবের চরিত্রে অভিনয় করা নওয়াজ রেল স্টেশনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক হাসির দৃশ্যে অভিনয় করেন।
সাংবাদিক চাঁদকে পিটুনির দৃশ্যের ভিডিও :
এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur