জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৩ মে মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ক- বিভাগ ১ম – ২য় শ্রেণী উম্মুক্ত। খ- বিভাগ : ৩য়-৫ম শ্রেণী প্রাকৃতিক দৃশ্য। গ বিভাগ : ৬ষ্ঠ-১০ম শ্রেণির রূপসী বাংলাদেশ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিত্রাঙ্কনের বিষয় ছিল উম্মুক্ত বিষয় ছিল। প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, নির্বাহী সদস্য শহীদ পাটওয়ারী,সংগিত প্রশিক্ষক মৃণাল সরকার, আবৃত্তি প্রশিক্ষক এম আর ইসলাম বাবু। সার্বিকভাবে পরিচালনায় ছিলেন চিত্রাঙ্কন প্রশিক্ষক অজিত দত্ত।
প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে আগামী ২৫ মে সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কা প্রদান করা হবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৩ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur