চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৪৭ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
থানায় ঢুকে মদপান ও পুলিশ সদস্যদেরকে গালিগালাজের অভিযোগে ভারতের মুম্বাইয়ে সুনিতা যাদব ওরফে রীনা খান নামে এক তরুণীকে জরিমানা করেছে পুলিশ। রোববার দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এমআইডিসি থানায় এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
পুলিশ কর্মকর্তারা জানান, মদ্যপ অবস্থায় গাড়ির চালকের সঙ্গে ঝামেলা হয় ওই তরুণীর। ওইদিন সন্ধ্যার দিকে থানায় আসেন সুনিতা যাদব। এরপর থানায় ঢুকে শুরু হয় মাতলামি।
থানার মধ্যেই মদ্পান করতে থাকেন তিনি। উপস্থিত পুলিশ অফিসারদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এদিকে, ওই তরুণীর এমন কাণ্ডে হতভম্ব হয়ে পড়ে পুলিশ সদস্যরাও। পুরো ঘটনাটিই ধরা পড়ে ক্যামেরায়। ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুলিশ জানায়, একটি অভিজাত হোটেলে অভ্যর্থনাকর্মীর কাজ করতেন সুনিতা। মাতাল অবস্থায় হোটেলে ঢুকতে গেলে ওই তরুণীকে বাধা দেয়া হয়। এরপরই তিনি সোজা এসে উপস্থিত হন থানায়। থানার মধ্যেই মদ্যপান করতে থাকেন তিনি। উপস্থিত পুলিশ কর্মকর্তাদের গালিগালাজও করেন।
পরে ওই তরুণীকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাকে এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫