কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) করেসপন্ডেন্ট || আপডেট: ০৫:৪২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
“শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাল্যবিবাহ রোধ বিষয়ে ৩ তিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে ফাররিচিং ইকোনমিক্যাল এন্ড ইনভারমেন্টাল ডেভেলপমেন্ট (ফ্রীড)-এর আয়োজনে প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধান অতিথি জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার (অঃ দঃ) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস জাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ রশিদ, ফ্রিড প্রকল্পের কো-অর্ডিনেটর এমএ সেলিম ও প্রশিক্ষক গোলাম রসূল জ্যাকি বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী ও সুশীল সমাজের ৭৫ জন প্রতিনিধিকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur