শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান তৈরীর মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ তৈরী করা। তোমরা যারা শিক্ষার্থী, নতুন প্রজন্ম, তারা শিক্ষিত-দক্ষ নাগরীক হবার সাথে সাথে সত্যিকারের ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
২০ মে শনিবার চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যাতে কতগুলো কংক্রিটের তৈরী বিল্ডিং না হয়। শিক্ষার্থীরা যেন পড়ালেখার পাশাপাশি শিল্প-সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, আইসিটিসহ সকল চর্চা অব্যহত রাখতে পারে। সেটি নিয়ে বর্তমান সরকার কাজ করছে। সরকারের মূল লক্ষ্যই হলো একটি শিক্ষিত, দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা।

ডা. দীপু মনি আরো বলেন,বঙ্গবন্ধু শিক্ষা কমিশন করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রথম প্রদক্ষেপ নিয়েছেন। তিনি একটি দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করে যাচ্ছেন। দেশকে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন। যার ফলে বর্তমান বিশ্বে শিক্ষা রূপায়নের যে অগ্রযাত্রা চলছে, আমরা তার অগ্রভাগে আছি।
তিনি আরো বলেন, আমাদের প্রাচীণকালের শিক্ষাব্যবস্থায় সবকিছুই ছিলো। আমাদের সেই হারারো ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা আরো এগিয়ে যাবো। শিক্ষাক্ষেত্রে প্রতিযোগীতার চেয়ে সহযোগীতাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আপনারা শিক্ষাকে কাজে লাগাবেন। বিশ্ববিদ্যালয়ে কৃতিত্ব তখনি থাকবে, যখন আপনি আপনাকে পরিপূর্ণ ভাবে তৈরী করতে পারবেন। সে তৈরী করার জন্য বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে ।
চাঁদপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান।
চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো. নাছিম আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ড. সোহেলা আক্তার।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২০ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur