চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে লায়ন জয়নুল আবেদীন জয় পুনরায় নির্বাচিত হয়েছেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১৭ মে বুধবার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেন কুমিল্লা শিক্ষা বোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাপতি পদে বোর্ড কর্তৃক মনোনীত লায়ন জয়নুল আবেদীন জয়, সদস্য সচিব পদে পদাধীকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাফর, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সমিউল আলম মাসুদকে মনোনীত করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
আগামী কয়েকদিনের মধ্যে এডহক কমিটির প্রথম সভা করে নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে জানান নতন সভাপতি লায়ন জয়নুল আবেদীন জয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur