আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ। তিনি বলেন ‘শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না।’
আজ মঙ্গলবার চিত্রনায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
শেখ হাসিনা বিদেশি শক্তিকে ভয় পান না মন্তব্য করে কাদের বলেন, শেখ হাসিনা বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা ভাবার কোনো কারণ নেই।
মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, তিনি মনে করছেন পশ্চিমারা তাঁকে ক্ষমতায় বসাতে পারবে, তাঁর দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেই কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধরনা দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন।
চিত্রনায়ক ফারুক সম্পর্কে কাদের বলেন, ‘তাঁর বেশ কয়েকটি চলচ্চিত্র আমার কাছে ভালো লেগেছে। তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তাঁর লাইফটা ছিল কালারফুল। একদিকে ভালো নায়ক, অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।’
টাইমস ডেস্ক/ ১৬ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur