Home / উপজেলা সংবাদ / কচুয়া পালাখাল বাজারে দুবাই বোরকা হাউজ উদ্বোধন
পালাখাল

কচুয়া পালাখাল বাজারে দুবাই বোরকা হাউজ উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজারে অত্যাধুনিক মানের নারীদের দুবাই বোরকা হাউজ দোকান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে দুবাই বোরকা হাউজ দোকানে পরিচালক মো. শাহাদাত প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এসময় সেঙ্গুয়া মিয়াজী বাড়ি জামে মসজিদের খতিব তাজুল ইসলাম,হাফেজ রেজাউল হোসেন,ব্যবসায়ী সোলেমান পাটওয়ারী,আহসান উল্যাহ কাইয়ুম,হারুন পাটওয়ারী,সোহেল,ছিফায়েত উল্যাহ ও আবু সাঈদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ব্যবসায়ের সফলতা কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালন করেন পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আজিজুল হক ছালেহী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ মে ২০২৩