চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রী লিয়াকত আলী (৫২) এর বাড়ি লক্ষ্মীপুর সদরের পিয়ারাপুর গ্রামে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, লক্ষীপুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অপর আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লক্ষীপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশায় চালকের পাশে বসা যাত্রী লিয়াকত আলী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক যাত্রী লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক শাহরিন হোসেন রানা মৃত যাত্রীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur