চাঁদপুরের মতলব দক্ষিনের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম ক্বওমি মাদ্রাসার নতুন শিক্ষা বর্ষের সবক উদ্বোধনী ও ইসলাহী মাহফিল ১০ মে আছর বাদ মতলব বাজার শাহী জামে মসজিদের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে সবক প্রদান করেন ঢাকার গেন্ডরিয়াস্থ জামালুল কুরআন মাদ্রাসার মুহতামিম পাকিস্থানের শাহ হাকিম আখতার (রহ.) এর আজাল্লে খলিফা পীরে কামেল আল্লামা ইমদাদুল ইসলাম (দা.বা.)।
উক্ত মাদ্রাসার মুহতামিম ও মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদীর সভাপত্বিতে ও উক্ত মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আল আমিন এর সঞ্চালনায় ইসলাহী মাহফিলে বয়ান করেন, ঢাকার ফরিদাবাদ মাদ্রসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা নজরুল ইসলাম, ঢাকার গেন্ডরিয়াস্থ জামালুল কুরআন মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট লেখক ও অনুবাদক আল্লামা আব্দুল আলিম ও মুফতি মুজিবুর রহমান কাসেমী। পরে প্রধান মেহমান উক্ত মাদ্রাসার বিভিন্ন শ্রেনির ছাত্রদের সবক প্রদান করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur