মুন্সীগঞ্জ সদর উপজেলায় দাখিল পরীক্ষা দিতে এসে কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাহামুদুল হাসান নামে এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে পৌনে ১০টার দিকে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মাহামুদুল টঙ্গীবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তবে পরিবার ও হাসপাতাল সূত্র বলছে, মাহামুদুল হৃদরোগ আক্রান্ত ছিলেন।
স্বজনরা জানান, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তার বাবা আনোয়ার। সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়েন মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদরাসার শিক্ষকরা দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে। হঠাৎ কয়েকজন ছাত্র এসে জানায়, সে অসুস্থ, কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, মৃত অবস্থায় পৌনে ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এদিকে, সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, উপজেলায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিন পরীক্ষার্থী ।
টাইমস ডেস্ক, ১১ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur