সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে রোববার বিকাল ৫টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি’র) কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
সভাপতির বক্তব্যে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ১৫ শতাংশ জমি বরাদ্দের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। চাঁদপুর জেলা প্রশাসক স্যার ও সমাজসেবার ডিডি মহোদয়ের সাথে যোগাযোগ করতে এ বিষয়ে কথা বলবো । সেই সাথে সদর এসিল্যান্ডকে ১৫ শতাংশ খাস ভূমি অত্র বিদ্যালয়ের নামে বরাদ্দের ব্যবস্থা নিতে বলেছি । তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিকদের বিষয়গুলো খুবই মানবিক। সমাজের বিত্তবানদের কাছ থেকে যদি কিছু অর্থ সংগ্রহ করা যায়, তাহলে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা যাবে। আমি আশা করবো প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের সযোগিতায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন ।
সমাজে যারা অবস্থা সম্পন্ন রয়েছে, তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহ করার চেষ্টা করতে হবে। এ জন্য যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
সভায় তাৎক্ষনিক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহম্মেদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য ১৫শতক খাস ভূমি বরাদ্দ দিতে(নামজারি ) চাঁদপুর সদর এসিল্যান্ডকে পরামর্শ দেন।
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিকের পরিচালনায় সভায় অংশ নেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রান কৃষ্ণ দেবনাথ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো. ইসমাইল তপাদার কাঞ্চন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মজিবুর রহমান, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার সেলিম, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম মজুমদার, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিচিত্রা সাহা, সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান প্রমুখ।
সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ব্যক্তিগত অর্থায়নে অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণ করার উদ্যোগ গ্রহন করায় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সংকট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে
সিদ্ধান্ত গ্রহন এবং অনুমোদন করা হয় ।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক কে সদস্য সচিব করে ১৩সদস্য বিশিষ্ট চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ৩ (তিন) বছরের জন্য অনুমোদন করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ৭ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur