আশিক বিন রহিম: আপডেট: ০৮:৩৬ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০১৫, সোমবার
চাঁদপুর শহরের হাছান আলী উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ ও সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্ব) দুপুর ১টায় চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা চাঁদপুর হাছান আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম, কম্পিউটার ল্যাব ও বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসোনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার উপ-পরিচালক দিপক চক্রবর্তী, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, বিদ্যলয়ের শিক্ষক পরিষদের সম্পাদক মো. শহীদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফর রহমান।
পরে বিকেল সাড়ে ৩টায় তিনি উপজেলা পরিষদ পরিদর্শনে যান। এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান অ্যাড. শাজাহান মিয়া, মহিলা ভাইস চেয়াম্যান অ্যাড. মুনিরা চৌধুরী প্রমুখ।
বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ভূমি অফিসের অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরির্দশন করেন।
পরে সদর উপজেলা ভূমি কর্মকর্তা চৌধুরী আশ্রাফুল করিমের নেতৃত্বে অতিথিকে ফুৃলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার উপ-পরিচালক দিপক চক্রবর্তী, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল আলী মো. সাজ্জাদ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সব শেষে রাত ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।