হাজীগঞ্জে গলার ভিতর মাংসের হাড় আটকে এক কিশোরের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়।
শনিবার (২৯ এপ্রিল) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। তার বয়স ১২ বছর। সে পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ এলাকার কাজী বাড়ির মো. আলমগীর কাজীর ছেলে মো. রবিউল আউয়াল।
ওই এলাকার বাসিন্দা ও সাইফুল ইসলাম সিফাত জানান, পবিত্র ঈদুল ফিতরের পরের দিন নিজ পরিবারের সাথে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় রবিউল আউয়াল। ওই বাড়িতে খাবার খাওয়ার সময় তাঁর গলায় মাংসের হাড় আটকে যায়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রবিউল আউয়ালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এদিকে রবিউল আউয়ালের অকাল মৃত্যুতে নিজ পরিবার, নিকট আত্মীয়-স্বজনসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,৩০ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur