কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে রোববার । চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্কুল পর্যায়ে ৪ টি কেন্দ্রে এসএসসি ও ২ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৪ টি কেন্দ্রে ২৩ টি বিদ্যালয়ের ১ হাজার ৯’শ ৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তন্মোধ্য মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ৯’শ ৭৬ জন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩’শ ৭১ জন,নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় ( ভেন্যু কেন্দ্রে) ৪ টি বিদ্যালয়ের ৩’শ ৭০ জন, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ টি বিদ্যালয়ের ২’শ ৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
অপর দিকে মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজটি মতলব দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ভেন্যু কেন্দ্র হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রে ৮ টি মাদ্রাসার ২’শ ৪৫ জন এবং ঘিলাতলী ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৮ টি মাদ্রাসার ৩’শ ২০জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্যাট রেনু দাসের নির্দেশে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur