চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শাহআলম কাজল (৫৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার বুরগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহআলম একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে এলাকার পাশ্ববর্তী দোকান থেকে বাড়ির উদ্দ্যেশে যাওয়ার পথে আকস্মিক ভাবে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার পুরো শরীর ঝলসে যায়।
স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur