চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।
এসএসসি পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ¦ সাজেদুল হোসেন চৌধুরী দিপু আরও বলেন, শিক্ষা অমূল্য সম্পদ। একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য। বর্তমানে পৃথিবীর সামগ্রিক উন্নতির একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গববন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষা বিস্তারে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছেন। তোমরা প্রধানমন্ত্রীর দেওয়া এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, শিক্ষিত হওয়া যায় কিন্তু সুশিক্ষিত নাগরিক হওয়ার জন্যে আদর্শ মানুষ হতে হয়। আদর্শ সুনাগরিক দেশের অহংকার। তোমরা একদিন আদর্শ নাগরিক হয়ে এ দেশের উন্নয়নে কাজ করবে, সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন। চাঁদপুর-২- আসনে আমার বাবা আধুনিক মতলবের রুপকার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এলাকার উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ করছে। তাই প্রধানমন্ত্রী ও আমার বাবার জন্য সকলে দোয়া করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু মন্টু কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ শাহজাহান, সাবেক প্রধান শিক্ষক মোঃ মনসুর আহমেদ, আওয়ামী লীগের উপ কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম চন্দ্র সাহা চান্দু, বিদ্যালয়ের পরীক্ষার্থী তাবাচ্ছুম আক্তার,নবম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণালী আক্তার,মুশফিকা নাজনীন,সপ্তম শ্রেণির ছাত্রী নওরিন আক্তার প্রমূখ। এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারবীন শরীফ, মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহম্মেদ,মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ান কবির হাওলাদার, মোহনপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইব্রাহিম,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউল আলম তফাদার, যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম অপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির ১ নাম্বার সদস্য সদরুল আমিন,সদস্য জোবায়ের আহম্মেদ জনি, বিমানবন্দর থানা যুবলীগের সদস্য হৃদয় চৌধুরী,মোহনপুর ইউনিয়ন ছাত্রল ীগের সভাপতি সাব্বির তফাদার, সদস্য বাদশা প্রমূখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের হেড মাওলানা মোহাম্মদ হোসেন ।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২৬ এপ্রিল ২০২৩