‘শিক্ষাই শক্তি শিক্ষাই বল,মাদক ছেড়ে খেলবি চল’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম ডাঃ মোজাম্মেল হক মেম্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া মানিক ফাউন্ডশন কতৃৃক প্রতিষ্ঠিত আবু আহমাদ দারুলউলুম মাদ্রাসা মাঠে বাংলা টাইগার ( জসিম) বনাম টিম টাইগার (মেহেদি) এর মধ্যকার উত্তেজনামূলক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফাইনাল খেলাটি উভয় দল নির্ধারিত সময়ে গোলাশূন্য থাকায় ট্রাইবেকারে টিম টাইগার বাংলা টাইগার টিমকে ৪-৩ গোলে পরাজিত করে টিম টাইগার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও টূর্ণামেন্টের পৃষ্ঠপোষক যুবলীগ নেতা মোঃ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শাহ আলম সিদ্দিকী।
পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মরহুম ডাঃ মোজাম্মেল হক মেম্বার স্মৃতি ফুটবল ছেংগারচর পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির হোসেন।
এতে আরো বক্তব্য রাখেন,ছেংগারচর পৌর যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সদস্য ও ছেংগারচর পৌর যুবলীগের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন ফকির,ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসার মোঃ শাহাদাত হোসেন, কবির হোসেন প্রমূখ। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আক্তারুজ্জামান।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২৪ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur