হাজীগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী কাউছার হামিদ মজুমদারের উদ্যোগে কয়েক শতাধিক গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকালে পৌরসভার টোরাগড় এলাকায় ওকে এন্টারপ্রাইজ এর কার্যালয়ে শাড়ি, লুঙ্গি, সেমাই চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ওকে এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী কাউছার হামিদ মজুমদার বলেন, প্রতিবছরের ন্যায়ে এ বছর একটু বেশী ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আগামি দিনগুলোতে যেন এই সামগ্রী বৃদ্ধি করতে পারি এ জন্য সকলের দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জে এইচ নিরু, স্থানীয় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক কাজীসহ ওকে এন্টারপ্রাইজ এর অফিসের কর্মরত লোকজন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২১ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur