কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন আলাউদ্দিন সোহাগ। এর আগে তিনি একই উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৯শে মার্চ আশ্রাফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লিখিত ও ভাইবা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে প্রধান শিক্ষক হিসেবে মনোনিত করেন নিয়োগ বোর্ড। পরবর্তীতে ২ এপ্রিল ওই বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক হিসেবে তাকে নিয়োগ দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় ঘাগড়া গ্রামের অধিবাসী মোঃ আলাউদ্দিন সোহাগ-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur